শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

ইসলামী প্রশ্নোত্তর

কোম্পানীর মাল ক্রয়কারী প্রতিষ্ঠান থেকে কমিশন নেওয়া প্রসঙ্গে।

কাজল আহমেদ
ইমেইল থেকে

প্রকাশের সময় : ২৬ মার্চ, ২০২২, ৭:৫৭ পিএম

প্রশ্নের বিবরণ : আমি কোম্পানির কেনাকাটাতে কোনরূপ দুর্নীতি করার চেষ্টা করিনা। আমি যে দোকান থেকে মালামাল ক্রয় করি তখনকার বাজার মুল্যেই ক্রয় করি। এখন তাদের কাছ থেকে কেনাকাটা করার জন্য এক্সটা কিছু তারা আমাকে দিতে চায়, যেমন : চা বিল, নাস্তা, বা নগদ টাকা। সেটা কি ঘুসের মধ্যে পড়ে, সেটা কি হারাম হবে?

 

উত্তর : সতর্কতা হলো এসব না নেওয়া। কারণ, আপনি কোম্পানির কেনাকাটা করেন বলেই তো এসব দেয়। যদিও এতে মিথ্যা তথ্য মূল্য বানিয়ে আপনাকে দেয় না। এভাবে দিলে তো পরিষ্কার হারাম হতো। তবে, কোম্পানীর কোনো স্বার্থহানী না করে আপনাকে নির্দোষ গিফট দিলে সাধারণ দৃষ্টিতে তা জায়েজ হতে পারে।
উত্তর দিয়েছেন : আল্লামা মুফতি উবায়দুর রহমান খান নদভী
সূত্র : জামেউল ফাতাওয়া, ইসলামী ফিক্হ ও ফাতওয়া বিশ্বকোষ।
প্রশ্ন পাঠাতে নিচের ইমেইল ব্যবহার করুন।
inqilabqna@gmail.com

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (2)
khodadad Dahez ২৭ মার্চ, ২০২২, ৬:১৪ পিএম says : 0
এ জাতীয় এক্সট্রা নেওযা কখনো জায়েজ হবে না। তবে উপস্থিত এক সাথে চা খাওয়া, এটা স্বাভাবিক বিষয়।
Total Reply(0)
md. juwel ৮ এপ্রিল, ২০২২, ১২:০৩ পিএম says : 0
Hajur paak (sm) a rakom hadia nete nished koresen,
Total Reply(0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন