প্রশ্নের বিবরণ : আমি ইউএসে থাকি। এখানে কপার-টি ব্যবহার করে স্ত্রীর সাথে মিলিত হওয়া অনেক পপুলার। এখন এই কপার-টি ব্যবহার করে যদি কেউ স্ত্রীর সাথে মিলিত হন, তাহলে কি রোজা ভেঙে যাবে? যদি ভাঙে, তাহলে শুধু কাজা করতে হবে, না কাজা-কাফফারা উভয়টিই ওয়াজিব হবে?
উত্তর : কপার-টি বলা হয় যোনিদ্বারে প্লাস্টিক লাগানোকে, যেন সহবাসের সময় বীর্যপাত হলে বীর্য জরায়ুতে পৌঁছতে না পারে। এ কপার-টি বা যেকোনো প্রতিবন্ধক লাগিয়েও সহবাস করলে রোজা ভেঙে যাবে। কাজা-কাফফারা উভয়ই ওয়াজিব হবে।
উত্তর দিয়েছেন : আল্লামা মুফতি উবায়দুর রহমান খান নদভী
সূত্র : জামেউল ফাতাওয়া, ইসলামী ফিক্হ ও ফাতওয়া বিশ্বকোষ।
প্রশ্ন পাঠাতে নিচের ইমেইল ব্যবহার করুন।
inqilabqna@gmail.com
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন