প্রশ্নের বিবরণ : রাত্রে হাতের নখ অথবা পায়ের নখ কাটা জায়েয কি না? মুরব্বিরা বলে এটা অমঙ্গল হয়।
উত্তর : জায়েজ আছে। তবে, মুরব্বীরা অমঙ্গল বলেন এর কারণ যদি নিছক কুসংস্কার হয়, তাহলে এই বলা ঠিক নয়। আর যদি রাতে এই কাজটি করলে আলো স্বল্পতা কিংবা অন্য কারণে কোনো কষ্ট বা দুর্ঘটনার জন্য বলা হয়ে থাকে, তাহলে তাদের কথা ঠিক আছে। এটি সাধারণ জ্ঞানেও বোঝা যায়। যখন এত বিদ্যুৎ ছিল না, তখন ঘরের অপর্যাপ্ত আলোতে কেউ ব্লেড দিয়ে নখ কাটলে মুরব্বীরা এতে বাধা দিয়ে দিনের আলোয় কাটতে বলা একটি সুপরামর্শ হতে পারে। কোনো কুসংস্কার নয়। বিষয়গুলো এভাবে দেখা উচিত। তবে শরীয়তের দৃষ্টিতে নিজের বা অন্যের কোনো কষ্ট বা ক্ষতির সম্ভাবনা না থাকলে দিনে রাতে সব সময়ই নখ কাটা যায়।
উত্তর দিয়েছেন : আল্লামা মুফতি উবায়দুর রহমান খান নদভী
সূত্র : জামেউল ফাতাওয়া, ইসলামী ফিক্হ ও ফাতওয়া বিশ্বকোষ।
প্রশ্ন পাঠাতে নিচের ইমেইল ব্যবহার করুন।
inqilabqna@gmail.com
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন