প্রশ্নের বিবরণ : মান্নতের পশু কি মসজিদ বা লিল্লা ফান্ডে দান করা যাবে? অথবা, জবাই করে মাংস মুসল্লীদের দেওয়া যাবে কি?
উত্তর : মান্নতের পশু অর্থ আল্লাহর জন্য উৎসর্গিত সদকা। এটি মসজিদে দেওয়া যাবে না। নিজেও খাওয়া যাবে না। কোনো ধনী মানুষকেও দেওয়া যাবে না। কেবল গরীবদের দেওয়া যাবে। সব মুসল্লীকে এজন্য দেওয়া যাবে না যে, পশুটি মান্নত বা সদকার। যদি তা না করে সাধারণ হাদিয়া হিসাবে দেওয়া হতো, তাহলে সব মুসল্লীকে দেওয়া যেত। মান্নত হওয়ায় এখন কেবল গরীবদের দেওয়া যাবে। তারা মসজিদ মাদ্রাসা বা সমাজের যেখানেই থাকুক।
উত্তর দিয়েছেন : আল্লামা মুফতি উবায়দুর রহমান খান নদভী
সূত্র : জামেউল ফাতাওয়া, ইসলামী ফিক্হ ও ফাতওয়া বিশ্বকোষ।
প্রশ্ন পাঠাতে নিচের ইমেইল ব্যবহার করুন।
inqilabqna@gmail.com
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন