প্রশ্নের বিবরণ : টুইটার আইকন যেটা সেটা মূলত একটা পাখির মতো দেখতে। এখন এই আইকন যদি কেউ বানাতে যায় এতে কি কোনো গুনাহ হবে? দয়া করে একটু জানাবেন।
উত্তর : প্রাণীর ছবি আঁকা হারাম। শরীয়তে অনুমোদিত কোনো কোনো জায়গায় বাধ্য হয়ে যে কাজটি করতে হয়, তখন আল্লাহর কাছে ক্ষমা চেয়ে করার কিছুটা অনুমতি আছে। বর্তমান সময়ে তথ্য প্রযুক্তির কারণে বহু নিয়ম মানুষ মানতে পারে না। ছবি বা চিত্র ব্যবহার করতে হয়। প্রয়োজন বশত এই ব্যবহার জায়েজ হতে পারে। তবে, পেশা বা জীবিকার মাধ্যম হিসাবে প্রাণীর চিত্র তৈরিকে বেছে নেওয়া ঠিক হবে না। আপনি আসলে কোনটি জানতে চেয়েছেন, তা স্পষ্ট নয়। অতএব, উত্তর থেকে আপনি নিজের সমাধান বেছে নিতে পারেন।
উত্তর দিয়েছেন : আল্লামা মুফতি উবায়দুর রহমান খান নদভী
সূত্র : জামেউল ফাতাওয়া, ইসলামী ফিক্হ ও ফাতওয়া বিশ্বকোষ।
প্রশ্ন পাঠাতে নিচের ইমেইল ব্যবহার করুন।
inqilabqna@gmail.com
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন