প্রশ্নের বিবরণ : ইমামের পিছনে নামাজ পড়ার সময় দ্বিতীয় রাকাতে তাশাহুদ শেষ হওয়ার আগে ইমাম যদি দাঁড়িয়ে যায় কিংবা শেষ বৈঠকে দরুদ, দোয়া মাসুরা শেষ করার আগে ইমাম সালাম ফিরিয়ে ফেললে করণীয় কি? এতে কি আমার নামাজ হবে?
উত্তর : নামাজ হবে। প্রথম বৈঠকে ইমাম সাহেব দাঁড়ানো শুরু করলে আপনি দ্রæত তাশাহুদ শেষ করে দাঁড়াবেন। আর শেষ বৈঠকে ইমাম সাহেব আগের সালাম ফেরালে আপনিও তার সাথে সালাম ফেরাবেন। আর যদি তার দুই সালাম ফেরানোর সময়ের মধ্যে আপনি দোয়া শেষ করতে পারেন, তাহলে পড়েই সালাম ফেরাবেন। আর যদি সময়ে না মিলে, তাহলে দোয়ায়ে মাসুরা শর্ট করবেন। এটি পাঠ করা ফরজ ওয়াজিব নয়। ইমামের সাথে মিল করে নামাজ পড়া দায়িত্ব। সুন্নাত ও নফল নামাজ কিংবা একা পড়া ফরজ নামাজ যেভাবে ভালো লাগে, লম্বা করে, শান্ত ভাবে পড়ার সুযোগ রয়েছে। জামাতের সময় ইমামের অনুসরণই লক্ষ্য।
উত্তর দিয়েছেন : আল্লামা মুফতি উবায়দুর রহমান খান নদভী
সূত্র : জামেউল ফাতাওয়া, ইসলামী ফিক্হ ও ফাতওয়া বিশ্বকোষ।
প্রশ্ন পাঠাতে নিচের ইমেইল ব্যবহার করুন।
inqilabqna@gmail.com
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন