প্রশ্নের বিবরণ : আমি বিয়ে করেছি ১৬ বছর। আমাদের ছেলে মেয়ে আছে। এখন প্রশ্ন হলো, স্ত্রীর সাথে মাঝেমধ্যে ১-২ বছর পরপরই ঝগড়াঝাটি হয়, তখন ইচ্ছে করেই বলছি একেবারে বাপের বাড়ি চলে যেতে। এরকম অনেক বার বলা হয়েছে। এমতাবস্থায় বউ তালাক হয়ে গেছে কি? হয়ে থাকলে কয় তালাক হয়েছে?
উত্তর : এভাবে বললে তালাক হয় না। কারণবশত বাপের বাড়ী চলে যাও, চোখের সামনে থেকে সরে যাও, এসব কথা তালাকের সমার্থবোধক নয়। তালাক তখনই হবে, যখন তালাক শব্দটি অথবা এর সমার্থবোধক কোনো শব্দ তালাক দেওয়ার নিয়তে বলা হবে। তবে, তালাক শব্দটি যে কোনো উদ্দেশ্যে স্ত্রীর ওপর প্রয়োগ করলেও তালাক পতিত হয়ে যাবে। অতএব, তালাক শব্দটি নিয়ে হাসি তামাশার মধ্যেও কোনো বাস্তব প্রয়োগ ঠিক নয়।
উত্তর দিয়েছেন : আল্লামা মুফতি উবায়দুর রহমান খান নদভী
সূত্র : জামেউল ফাতাওয়া, ইসলামী ফিক্হ ও ফাতওয়া বিশ্বকোষ।
প্রশ্ন পাঠাতে নিচের ইমেইল ব্যবহার করুন।
inqilabqna@gmail.com
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন