প্রশ্নের বিবরণ : আমার দুইটি ছেলে সন্তান। আমি কি দুটি ছাগল দিয়েই এক সাথে আকীকা করতে পারবো?
উত্তর : নিয়ম হলো, একজন ছেলে সন্তানের জন্য দু’টি ছাগল আকীকা করা। একটি গরুতেও দু’টি নাম একজন ছেলের জন্য দেওয়া যায়। এভাবে ইচ্ছা করলে কোরবানীর গরুর সাথে আকীকা হিসাবে একটি গরুতেও দুই ছেলের চার নাম দেওয়া যায়। সম্ভব হলে দুই ছেলের জন্য চারটি ছাগল দিতে হবে। এখানে দু’টি ছাগলে একজন ছেলের আকীকা পূর্ণ হয়। অন্যজনের আকীকা সম্ভব হলে পরে কোনো সময় দিবেন। আকীকা দেওয়া ওয়াজিব নয়। সক্ষম ব্যক্তির পক্ষে এটি সন্তান লাভের শুকরিয়া স্বরূপ। ক্ষমতা না থাকলে আকীকা না দিলেও কোনো গোনাহ হয় না। দু’টি ছাগলে একজন ছেলের আকীকা দেওয়ারই নিয়ম। একটি করে ছাগল দিলে দু’সন্তানের আকীকাই অপূর্ণ থেকে যায়। বাইরে যাই বলুন, মনে সঠিক আকীকার নিয়ত করে নিন। এতেই চলবে।
উত্তর দিয়েছেন : আল্লামা মুফতি উবায়দুর রহমান খান নদভী
সূত্র : জামেউল ফাতাওয়া, ইসলামী ফিক্হ ও ফাতওয়া বিশ্বকোষ।
প্রশ্ন পাঠাতে নিচের ইমেইল ব্যবহার করুন।
inqilabqna@gmail.com
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন