শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

মুম্বাইতে আটক বিশিষ্ট সমাজকর্মী তিস্তা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৭ জুন, ২০২২, ১২:০৩ এএম

ভারতের বিশিষ্ট সমাজকর্মী তিস্তা শেতালওয়াড়কে শনিবার আটক করেছে গুজরাটের সন্ত্রাস দমন বাহিনী। মুম্বাই থেকে তাঁকে আটক করা হয়েছে। কী অভিযোগে তিস্তাকে আটক করা হয়েছে তা স্পষ্ট নয়। তবে গুজরাট দাঙ্গার ঘটনায় নরেন্দ্র মোদিকে দায়মুক্তি দেওয়ার বিরুদ্ধে মামলা সুপ্রিম কোর্টে খারিজের পরদিনই তাকে আটক করা হলো। তিস্তাকে মুম্বাইয়ের সান্তাক্রুজ থানায় নিয়ে যাওয়া হয়। তার আইনজীবী বলেন, ‘আমাদের কিছু জানানো হয়নি। বাড়িতে (তিস্তার বাড়ি) আচমকাই ঢুকে পড়েন সন্ত্রাস দমন বাহিনীর কর্মকর্তারা। তারা তিস্তাকে হেনস্থা করেছেন।’ ঘটনাচক্রে শনিবারই সংবাদসংস্থা এএনআই-কে দেওয়া সাক্ষাৎকারে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সরাসরি তিস্তার নাম নেন। শাহ বলেন, ‘সরকার সহিংসতা (গুজরাট সহিংসতা) রুখতে সচেষ্ট ছিল। তৎকালীন মুখ্যমন্ত্রী মোদি বার বার শান্তির আবেদন করেছিলেন। তিনি বরাবর আইনের পক্ষে ছিলেন। কিন্তু মিথ্যা তথ্যপ্রমাণ দেওয়া হয়েছিল। মিডিয়া ও এনজিও এ কাজ করেছে। তিস্তা শেতলওয়াড়ের এনজিও এর পেছনে ছিল।’ প্রসঙ্গত, গুজরাট দাঙ্গার ঘটনায় তৎকালীন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদিকে দায়মুক্তি দিয়েছিল বিশেষ তদন্তকারী দল (সিট)। এবিপি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন