প্রশ্নের বিবরণ : গত বছর আমার বাবা মারা যান। আমার আর কোনো ভাই নেই। আমার মায়ের ওপর হজ্জ ফরজ হয়েছে। কিন্তু আমার ভাই না থাকায় মায়ের মাহরাম পাচ্ছি না। এমতাবস্থায় আমার স্বামী কি আমার মাকে নিয়ে হজ্জ করতে পারবেন? আমার স্বামীর হজ্জের খরচ আমার আম্মা বহন করবেন। এটা কতুটুকু শরীয়ত সম্মত?
উত্তর : আপনার স্বামী আপনার মা’কে নিয়ে হজ্জ করতে পারবেন। কারণ, আপনার স্বামী আপনার মায়ের মাহরাম (মাহরাম এমন আত্মীয়কে বলে যার সাথে বিয়েশাদি চিরতরে হারাম)। মহিলাদের হজ্জের সফরে মাহরাম থাকা জরুরী। যদি সহজে মাহরাম হজ্জ যাত্রী পাওয়া যায়, তাহলে মহিলাদের হজ্জ ফরজ হয়। অতএব, অনেক সময় দেখা যায়, মহিলারা দু’জনের খরচ জোগাতে পারলেই তাদের হজ্জ ফরজ হয়। যদি এমনিতেই মাহরাম পুরুষ নিজে হজ্জ যাত্রী হয়, তখন মহিলাদের একটি হজ্জের খরচ থাকলেও হজ্জ ফরজ হয়ে যায়।
উত্তর দিয়েছেন : আল্লামা মুফতি উবায়দুর রহমান খান নদভী
সূত্র : জামেউল ফাতাওয়া, ইসলামী ফিক্হ ও ফাতওয়া বিশ্বকোষ।
প্রশ্ন পাঠাতে নিচের ইমেইল ব্যবহার করুন।
inqilabqna@gmail.com
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন