প্রশ্নের বিবরণ : এক লোক বিদেশে বসে দেশে স্ত্রীর সাথে ঝগড়ার এক পর্যায়ে উত্তেজিত হয়ে ৩ তালাক বলে ফেলে। কিছুক্ষণ পর নিজের ভুল বুঝতে পেরে স্ত্রীর কাছে ক্ষমা চেয়ে নেয় এবং এখন তাদের সম্পর্কও ভালো। এখন প্রশ্ন হচ্ছে এখানে কি তালাক পতিত হবে ? আর পতিত হলে করনীয় কি ? উল্লেখ্য যে, স্বামী এখনো বিদেশে।
উত্তর : এ কথাটি যদি আমরা না শুনতাম, তাহলে তালাকের বিষয়টি শুধু তাদের মধ্যেই থাকতো। এখন তাদের নিজেদের মনেই এই তালাক হয়ে যাওয়া সম্পর্কে সুস্পষ্ট ধারণা তৈরী হয়েছে। আমার জানামতে এভাবে তালাকের কথা স্বীকার করে জানান দেওয়ার পর এই তালাক না হওয়ার তেমন কোনো সুযোগ থাকে না। এরপরেও কোনো বিজ্ঞ আলেম ও মুফতির কাছে সরাসরি বিষয়ের লিখিত বিবরণসহ যোগাযোগ করে সঠিক মাসআলা জেনে নেওয়ার সুযোগ রয়েছে।
উত্তর দিয়েছেন : আল্লামা মুফতি উবায়দুর রহমান খান নদভী
সূত্র : জামেউল ফাতাওয়া, ইসলামী ফিক্হ ও ফাতওয়া বিশ্বকোষ।
প্রশ্ন পাঠাতে নিচের ইমেইল ব্যবহার করুন।
inqilabqna@gmail.com
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন