প্রশ্নের বিবরণ : প্রসাব করার পর আধাঘন্টা হাটাহাটি নড়াচড়া করার পর টিস্যু ধরলে হাল্কা ভিজে যায়। এতে করনীয় কি?
উত্তর : এটি পেশাব ধরে রাখার সমস্যা। বয়স বা স্বাস্থ্যগত কারণে এমন হতে পারে। পেশাব আর বের হবে না এমন মনে হলে অজু করে নামান পড়ে নেবে। আর যদি দীর্ঘ সময় পরও পেশাবের ফোটা বের হয়, তাহলে যথাসম্ভব দেরী করে অবস্থা স্বাভাবিক হলে নামাজ পড়বে। আর যার অপারগতা আরও বেশি তিনি যথাসম্ভব পবিত্রতা অর্জন শেষে সে ওয়াক্তের নামাজ পড়ে নেবে। যেমন অনেক লোক রোগের এই অবস্থায় পৌঁছে যায যে, তাদের পেশাব শেষ হয় না। দীর্ঘ চেষ্টার পরও নামাজে উঠা বসার সময় এক আধ ফোটা পেশাব বের হয়। তাদের জন্য এক ওয়াক্তের নামাজ এক অজুতে পড়ার হুকুম আছে। নতুন ওয়াক্তে নতুন অজু করে নেবে। এটি বেশি রোগের সময়ের মাসআলা। যার সমস্যাটি প্রাথমিক তিনি স্বাস্থ্য অনুযায়ী দেরী করে পেশাব শেষ করে অজু করবে এবং নামাপ পড়বে।
উত্তর দিয়েছেন : আল্লামা মুফতি উবায়দুর রহমান খান নদভী
সূত্র : জামেউল ফাতাওয়া, ইসলামী ফিক্হ ও ফাতওয়া বিশ্বকোষ।
প্রশ্ন পাঠাতে নিচের ইমেইল ব্যবহার করুন।
inqilabqna@gmail.com
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন