প্রশ্নের বিবরণ : কেউ যদি কোন ব্যবসায়ীকে এই শর্তে টাকা প্রদান করে যে সে তার লাভের অংশ হতে ৫% হারে লাভ প্রদান করবে। এটা কি সুদের অন্তর্ভুক্ত হবে?
উত্তর : এটা তখনই সুদ হবে না, যখন উভয়ে ব্যবসায় শরীক থাকবে। একজনের পুঁজি আরেকজনের শ্রম বা ব্যবস্থাপনা। তখন নির্দিষ্ট যে কোনো % (পারসেন্ট) লাভ দেওয়া যাবে, সেই পরিমাণ লোকসানও নিতে হবে। ইসলামে এর নাম মুদারাবা। তখন আর এ টাকা কর্য থাকবে না, বিনিয়োগ হয়ে যাবে। মুদারাবার সব শর্ত মেনে লাভ লোকসানে শরীক হয়ে ব্যবসা করলে নির্ধারিত পারসেন্টেজ নেওয়া জায়েজ। ঋণের ক্ষেত্রে জায়েজ নয়।
উত্তর দিয়েছেন : আল্লামা মুফতি উবায়দুর রহমান খান নদভী
সূত্র : জামেউল ফাতাওয়া, ইসলামী ফিক্হ ও ফাতওয়া বিশ্বকোষ।
প্রশ্ন পাঠাতে নিচের ইমেইল ব্যবহার করুন।
inqilabqna@gmail.com
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন