প্রশ্নের বিবরণ : নামাজ কসর সংক্রান্তে আমি যতটুকু জানি যে, হাদিসে ৩ (তিন) দিনের পথের বিষয়টা আছে। অর্থাৎ তিন দিনের পথ অতিক্রম করা হলে আর যদি সে মুকিম না হয় তাহলে নামাজ কসর হবে। মাইল বা কিমি এর হিসাব কি হাদিসে আছে? আর তিন দিনের ব্যাপার হলে অনেকে বিমানে ৫০০০ কিমি গেলেও নামাজ কসর হবে না তার কষ্ট কমের জন্য। আবার কেউ বাইসাইকেলে ২০০ কিমি গেলেও নামাজ কসর হবে তার কষ্টের কারনে। ব্যপারটা এমন কি?
উত্তর : হাদীস শরীফে তিন মঞ্জিলের কথা বলা আছে। এখানে মাইল বা কিমি. শব্দ দু’টি নেই। ফকীহগণ তিন মঞ্জিলের হিসাব বের করেছেন ৪৮ মাইল বা ৭২ কিমি.। এখানে কষ্ট বা আরামের সাথে কোনো সম্পর্ক নেই। দূরত্বের সাথে সম্পর্ক। এটি পায়ে হেঁটে, নৌকায়, সাইকেলে, গাড়ী বা বিমানে যেভাবেই হোক ৪৮ মাইল দূরে গেলে মুকিম না হলে নামাজ কসর পড়বে। এটিই শরীয়তের বিধান।
উত্তর দিয়েছেন : আল্লামা মুফতি উবায়দুর রহমান খান নদভী
সূত্র : জামেউল ফাতাওয়া, ইসলামী ফিক্হ ও ফাতওয়া বিশ্বকোষ।
প্রশ্ন পাঠাতে নিচের ইমেইল ব্যবহার করুন।
inqilabqna@gmail.com
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন