প্রশ্নের বিবরণ : ছেলে নওমুসলিম, বাবা মা অমুসলিম। কিন্তু ছেলের সাথে পরিবারের ভালো সম্পর্ক আছে। ছেলে মুসলিম হওয়াতে বাবা মায়ের কোন আপত্তি নেই। এক্ষেত্রে বাবা মা যদি ছেলেকে টাকা দেয় অথবা ছেলে প্রয়োজনে বাবা মায়ের কাছ থেকে টাকা নেয় তাহলে কি তা জায়েয হবে? এখানে শিরক বা কুফুরির কোন বিষয় আছে কি?
উত্তর : ইসলাম গ্রহণকারী ছেলের জন্য তার অমুসলিম পিতা-মাতা বা আত্মীয়দের নি:শর্ত টাকা-পয়সা বা অন্য কিছু নেওয়া জায়েজ। তাদের কুফুরি বা শিরকের সাথে সরাসরিযুক্ত কিছু না নেওয়া ছেলের ঈমানের দাবী। তবে, সাধারন টাকা-পয়সা বা উপহার নিতে পারে। নিজেও তাদেরকে ঈমানের দিকে নিরব দাওয়াত হিসাবে উপহার দিতে পারে। এতে শিরক বা কুফুর হবে না।
উত্তর দিয়েছেন : আল্লামা মুফতি উবায়দুর রহমান খান নদভী
সূত্র : জামেউল ফাতাওয়া, ইসলামী ফিক্হ ও ফাতওয়া বিশ্বকোষ।
প্রশ্ন পাঠাতে নিচের ইমেইল ব্যবহার করুন।
inqilabqna@gmail.com
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন