প্রশ্নের বিবরণ : মহিলা মুরুব্বিরা বলে যে, বাচ্চা মায়ের পেটে থাকা অবস্থায় ওই বাচ্চার মা মিরকা মাছ খেতে পারবে না। খেলে নাকি ওই বাচ্চা দুনিয়াতে আসার পর বাচ্চার মিরকী রোগ হবে। এবং বাচ্চা দুনিয়াতে আসার পর ১৮ মাস আগে মা যদি মিরকা মাছ খায় তাহলে ওই মায়ের মাথা সব সময় ঘুরাবে, শরীর জলদি শুকিয়ে যাবে। কথাটি কতটুকু সত্য?
উত্তর : এ কথার ধর্মীয় কোনো ভিত্তি নেই। চিকিৎসা বিজ্ঞানেও এর কোনো সমর্থন পাওয়া যায় না। সুতরাং মনে করা যায় যে, এটি একটি অমূলক কথা। সমাজের কুসংস্কার। মৃগী রোগের সাথে মৃগেল মাছের নাম মিলে যাওয়ায় এবং কাকতালীয়ভাবে কারও এমন রোগ হওয়ায় এই কথাটি চালু হয়েছে। ইসলাম এ ধরণের কুসংস্কার সমর্থন করে না।
উত্তর দিয়েছেন : আল্লামা মুফতি উবায়দুর রহমান খান নদভী
সূত্র : জামেউল ফাতাওয়া, ইসলামী ফিক্হ ও ফাতওয়া বিশ্বকোষ।
প্রশ্ন পাঠাতে নিচের ইমেইল ব্যবহার করুন।
inqilabqna@gmail.com
মন্তব্য করুন