প্রশ্নের বিবরণ : আমি যে প্রতিষ্ঠানে চাকরি করি তা হারাম। আমি ইচ্ছা করলে কাউকে এ চাকরিতে রেফার করতে পারি কিন্তু আমি তা পছন্দ করি না। এমতাবস্থায় কেউ যদি আমাকে বলে চাকরিতে রেফার করুন, যত পাপ হয় আমার হবে, আপনার না। এক্ষেত্রে আমার করণীয় কি ?
উত্তর : প্রত্যক্ষ হারাম কাজ ও এর জন্য রেফার করা শরীয়তে জায়েজ নেই। তবে, কোনো হারাম বা নিষিদ্ধ কারবারে মূল কাজে যোগ না দিয়ে তাদের মালিকানার অন্য কোনো সার্ভিসে কাজ করা যায়। যেমন, কোনো প্রতিষ্ঠানে হালাল ও হারাম উভয় পন্য আছে, যদি বেছে নেওয়ার সুযোগ থাকে, তাহলে হালাল পন্য বিক্রয়কারী হওয়া যায়। দারোয়ান, গার্ড, ড্রাইভার, ক্লিনার ইত্যাদি চাকুরীও ঠেকাবশত করা যায়। যেমন, ইউরোপ আমেরিকার রেস্টুরেন্টে ওয়েটার হওয়া জায়েজ। কিন্তু এদেরই বারে ওয়েটার হওয়া নাজায়েজ।
উত্তর দিয়েছেন : আল্লামা মুফতি উবায়দুর রহমান খান নদভী
সূত্র : জামেউল ফাতাওয়া, ইসলামী ফিক্হ ও ফাতওয়া বিশ্বকোষ।
প্রশ্ন পাঠাতে নিচের ইমেইল ব্যবহার করুন।
inqilabqna@gmail.com
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন