প্রশ্নের বিবরণ : আমার রুমে এটাস্ট বাথরুম, বাথরুমের সামনে পাপস থাকে, এখন প্রশ্ন হচ্ছে যে বাথরুমে অনেকেই যাওয়া আসা করে, তারা ঠিক মতো পা ধুয়ে রুমে আসে কিনা সে বিষয়ে সন্দেহ আছে, আমি যদি ওযু করে ওই পাপসে পা রাখি তাহলে কি পা নাপাক হবে?
উত্তর : নিশ্চিতভাবে নাপাক সাব্যস্ত হওয়ার আগ পর্যন্ত কোনো বস্তু নাপাক হয় না। আপনি এমন পাপসে পা দিলে পা নাপাক হবে না। তবে, আপনি যদি নিশ্চিত হন যে, এই পাপসটি নাপাক, তাহলে অন্য কোনো পাক টিস্যু, টাওয়াল বা ন্যাকড়ায় পা মুছে নেবেন। তবে, মনে রাখবেন শরীয়ত সন্দেহকে গুরুত্ব দেয় না। নিশ্চিত বিষয়কে গুরুত্ব দেয়।
উত্তর দিয়েছেন : আল্লামা মুফতি উবায়দুর রহমান খান নদভী
সূত্র : জামেউল ফাতাওয়া, ইসলামী ফিক্হ ও ফাতওয়া বিশ্বকোষ।
প্রশ্ন পাঠাতে নিচের ইমেইল ব্যবহার করুন।
inqilabqna@gmail.com
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন