জবি প্রতিনিধি : জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শিক্ষক সমিতির ২০১৭-এ কার্যনির্বাহী পরিষদ নির্বাচনে সভাপতি পদে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. প্রিয়ব্রত পাল এবং সাধারণ সম্পাদক পদে প্রাণিবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ আবদুল বাকী প্রত্যক্ষ ভোটে নিবার্চিত হয়েছেন। গতকাল সকাল ৯টা থেকে ২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। এছাড়াও বাংলা বিভাগের প্রভাষক শাহ্ মোঃ আরিফুল আবেদ, মনোবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক কিশোর রায়, পদার্থবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক কাজী সাবরিনা রহমান, সমাজকর্ম বিভাগের সহকারী অধ্যাপক মোঃ মামুনুর রশীদ শেখ, ভূগোল ও পরিবেশ বিভাগের সহকারী অধ্যাপক শবনম শারমিন লুনা, মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল্লাহ মাহফুজ, ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক সহকারী অধ্যাপক খন্দকার তানভীর হোসেন, ইসলামিক স্টাডিজ বিভাগের প্রভাষক মোহাম্মদ রেজাউল হোসাইন, আইন বিভাগের সহকারী অধ্যাপক জেলিনা সুলতানা এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট-এর প্রভাষক কাজী ফারুক হোসেন সদস্য পদে নির্বাচিত হয়েছেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাচন-২০১৭-এর প্রধান নির্বাচন কমিশনার ও ফিন্যান্স বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ ছগীর হোসেন খন্দকার ফলাফল ঘোষণা করেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মীজানুর রহমান নির্বাচন কেন্দ্র পরিদর্শন করেন। নির্বাচনে ৫৭৪ জন ভোটারের মধ্যে ৪৪০ জন শিক্ষক তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন বলে জানা গেছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন