প্রশ্নের বিবরণ : শেয়ার বাজারে বিনিয়োগ করে আয় করলে তা কি হালাল হবে?
উত্তর : প্রথমে দেখতে হবে শেয়ারটি হালাল ব্যবসার না হারাম ব্যবসার। যদি হারাম ব্যবসার শেয়ার হয়, তাহলে এর মালিক হওয়া বা কেনা বেচা করে লাভবান হওয়া হারাম। আর ব্যবসাটি যদি হালাল হয়, তাহলে তার শেয়ারও হালাল। সমকালীন বড় কিছু ফকীহ ও মুফতিগণের মতে শেয়ার যদি হালাল হারাম মিশ্রিত কোম্পানীর হয়, তাহলে শেয়ার হোল্ডার অনুসন্ধান করে দেখবে যে, এর কত অংশ হালাল কত অংশ হারাম। হালার অংশের লভ্যাংশ জায়েজ হবে, হারাম অংশ থেকে প্রত্যাহার করে নিতে হবে। তবে, হারাম অংশ না নিলেও হারামের সহযোগিতার গোনাহ হয়। সুতরাং, তাকওয়ার দাবী হচ্ছে, মিশ্র শেয়ার কেনা বেচা থেকে দূরে থাকা।
উত্তর দিয়েছেন : আল্লামা মুফতি উবায়দুর রহমান খান নদভী
সূত্র : জামেউল ফাতাওয়া, ইসলামী ফিক্হ ও ফাতওয়া বিশ্বকোষ।
প্রশ্ন পাঠাতে নিচের ইমেইল ব্যবহার করুন।
inqilabqna@gmail.com
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন