প্রশ্নের বিবরণ : আমরা নামাযে রুকু ও সিজদায় সাধারণত ৩ (তিন) বার তাসবিহ পড়ে থাকি। কম বেশি পড়া যাবে কি? ন্যূনতম কত ও সর্বোচ্চ কতবার পড়তে পাড়বো? রুকু ও সিজদার তাসবিহ পাঠ করার পর রুকু সিজদাহ অবস্থায় কি কোনো দোয়া করা যাবে?
উত্তর : সাধারণত তিনবার সুন্নাত, এর কম নয়। বেশি যত ইচ্ছা পড়া যায়। বিজোড় সংখ্যা পড়া উত্তম। যেমন, তিন/পাঁচ/সাত/নয়/এগার ইত্যাদি। রুকু ও সেজদার সময় নফল নামাজে হাদীসে বর্ণিত অন্য কিছু দোয়াও করা যায়। তবে, শুদ্ধ দোয়া করতে না জানলে সংক্ষেপে শুধু তাসবীহ পড়াই নিরাপদ। বেশি দোয়া করতে গিয়ে ভুল দোয়া পড়লে নামাজ ভেঙ্গে যাওয়ার সম্ভাবনা আছে।
উত্তর দিয়েছেন : আল্লামা মুফতি উবায়দুর রহমান খান নদভী
সূত্র : জামেউল ফাতাওয়া, ইসলামী ফিক্হ ও ফাতওয়া বিশ্বকোষ।
প্রশ্ন পাঠাতে নিচের ইমেইল ব্যবহার করুন।
inqilabqna@gmail.com
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন