প্রশ্নের বিবরণ : দেখা যায় একই কবরে অনেকজনকে দাফন করা হয়, একটি কবরে অনেক বছর হয়ে গেলে আবার সেই কবরে অন্য কোন লাশ দাফন করা হয়। সেক্ষেত্রে দেখা যায়, মহিলার কবরে পুরুষকে, পুরুষের কবরে মহিলাকে দাফন করা হচ্ছে? এটা কি সঠিক? এতে কি কোন নিয়ম কানুন আছে? আর একই কবরের একজন যদি বেহেশতবাসি হয় আবার অন্যজন যদি দোযখি হয়, তবে কিভাবে তা সমন্বয় হয়? এতে কি কোন প্রভাব পড়ে?
উত্তর : প্রয়োজন না হলে এক কবরে অধিক লোক কবর দেওয়া ঠিক নয়। আগের মৃত ব্যক্তির দেহ সম্পূর্ণ মাটিতে মিশে গেলে সেখানে নতুন কবর দেওয়া যায়। যথাসম্ভব না দেওয়ায় ভালো। যদি দেওয়ার মতো পরিবেশ হয়, তাহলে নারী পুরুষ, আত্মীয় অনাত্মীয়, ভালো মন্দ, এসব জানার প্রয়োজন পড়ে না। কারণ কবরের এই গর্তটি ভালো মানুষের জন্য শান্তির আর মন্দ মানুষের জন্য একই সাথে অশান্তির হতে পারে। এখানে বস্তুগত কবর কিছুই না, মর্মগত কবর মৃত ব্যক্তির অনুভূতির সাথে জড়িত। তাকে আল্লাহ যেমন রেখেছেন তার কবর তেমন। খালি চোখে মানুষের সেসব দেখার বা একই কবরে নানা আবহাওয়া থাকা কুদরতের জন্য অসম্ভব কিছু নয়।
উত্তর দিয়েছেন : আল্লামা মুফতি উবায়দুর রহমান খান নদভী
সূত্র : জামেউল ফাতাওয়া, ইসলামী ফিক্হ ও ফাতওয়া বিশ্বকোষ।
প্রশ্ন পাঠাতে নিচের ইমেইল ব্যবহার করুন।
inqilabqna@gmail.com
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন