শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

আইসিটি এন্ড ক্যারিয়ার

ফের ক্ষমতায় আসার প্রত্যয় লাপিদের

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ৩১ ডিসেম্বর, ২০২২, ১২:০০ এএম

ইসরাইলে রাজনীতি এমনিতেই অস্থির। একের পর এক নির্বাচন, তারপর সর্বশেষ ক্ষমতার পটপরিবর্তন সেই অস্থিরতাকে আরও বাড়িয়ে তোলার ইঙ্গিত দিচ্ছে। বিদায়ী প্রধানমন্ত্রী ইয়াইর লাপিদের কথায় তারই প্রতিধ্বনি শোনা গেছে। আবার ক্ষমতায় আসা বেনিয়ামিন নেতানিয়াহু সরকারের জোটের উদ্দেশে বৃহস্পতিবার বিদায়ী মন্তব্য করেছেন। এতে আসন্ন সরকারকে ‘গভর্নমেন্ট অব ডিসট্রাকশন’ বা বিপর্যয়ের সরকার আখ্যায়িত করেছেন এবং আবার ক্ষমতায় আসার প্রত্যয় ঘোষণা করেছেন। তিনি বলেছেন, এখানেই শেষ নয়। আমার প্রিয় দেশের জন্য এখানেই লড়াই শুরু হলো। ফেসবুকে দেয়া এক পোস্টে তিনি এসব কথা লিখেছেন। ফেসবুকের পোস্টে তিনি আরও লিখেছেন, আমাদের সন্তানদের ভবিষ্যতের জন্য লড়াই করছি আমরা। বিপর্যয়ের সরকারকে উৎখাত না করা পর্যন্ত এবং আবার ক্ষমতায় না ফেরা পর্যন্ত আমরা স্থির হবো না। অনলাইন জিউজ নিউজ সিন্ডিকেট (জেএনএস) এ খবর দিয়েছে। শপথের সময়েই নেতানিয়াহুর কাছে ক্ষমতা হস্তান্তর করার কথা লাপিদের। তবে লিকুদ পার্টি বিবৃতিতে বলেছে, এমন অনুষ্ঠানে যোগ দেয়ার সুযোগ দেয়া হয়নি নেতানিয়াহুকে। তবে সে যা-ই হোক, নেতানিয়াহু সরকার বৃহস্পতিবার শপথ নিয়ে ষষ্ঠবার ইসরাইলের প্রধানমন্ত্রী হলেন। এ সরকারের গুরুত্বপূর্ণ পদের ব্যক্তিরা হলেন- প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। উপপ্রধানমন্দ্রী, স্বাস্থ্য, স্বরাষ্ট্র ও সীমান্ত বিষয়ক মন্ত্রী হওয়ার কথা আরিয়েহ দেরি’র। কৃষি ও পল্লী উন্নয়নমন্ত্রী করার কথা আভি ডিচটারকে। প্রতিরক্ষামন্ত্রী বানানোর কথা লিকুদ পার্টির ইয়েভ গালান্টকে। সব মিলে মোট ৩০ সদস্যের মন্ত্রিপরিষদ গঠন করার কথা। জেএনএস।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন