প্রশ্নের বিবরণ : একটা কথা ইদানীং সোশ্যাল মিডিয়ায় দেখা যায় যে ‘যার স্ত্রী নাই অর্থাৎ যে বিয়ে করেন নি তিনি মিসকিন’ এটা একটা হাদিসের নামে বলা হয়। এখন আমার প্রশ্ন এটা কি ঠিক? নবী (সা.) কি আসলেই এটা বলেছিলেন?
উত্তর : জি, বলেছিলেন। এর অর্থ এই নয় যে, সময় না হওয়ায়, সুযোগ না থাকায় বা কোনো যৌক্তিক কারণে স্ত্রীবিহীন থাকলেই মানুষ মিসকিন হবে। এ কথার অর্থ হচ্ছে, সংসার ও পারিবারিক জীবন মানুষকে সমৃদ্ধ করে। জীবনকে অর্থবহ করে। যার এমন জীবন নেই, সে সামাজিকভাবে অসহায় মিসকিন। আর্থিক মিসকিন নয়।
উত্তর দিয়েছেন : আল্লামা মুফতি উবায়দুর রহমান খান নদভী
সূত্র : জামেউল ফাতাওয়া, ইসলামী ফিক্হ ও ফাতওয়া বিশ্বকোষ।
প্রশ্ন পাঠাতে নিচের ইমেইল ব্যবহার করুন।
inqilabqna@gmail.com
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন