শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

রাশিয়া থেকে পুনরায় গ্যাস আমদানি করবে ইউরোপ: কাতার কর্মকর্তা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৬ জানুয়ারি, ২০২৩, ৮:৪১ পিএম

যদিও ইউরোপীয় দেশগুলো রাশিয়ার প্রাকৃতিক গ্যাসের উপর নির্ভরতা থেকে মুক্তি পাওয়ার কথা ঘোষণা করেছে, তবুও তারা আসলে রাশিয়া থেকে প্রাকৃতিক গ্যাস আমদানি করবে।

গতকাল (রোববার) কাতারের জ্বালানি বিষয়ক প্রতিমন্ত্রী সাদ আল-কাবি সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবু ধাবিতে অনুষ্ঠিত বিশ্ব জ্বালানি ফোরামে এ মন্তব্য করেন।

তিনি বলেন, ২০২৫ সালের আগে বিশ্বের প্রাকৃতিক গ্যাস উৎপাদন ক্ষমতা বাড়বে না, জ্বালানি বাজার এখনও দুর্বল।

রাশিয়া-ইউক্রেন সংঘর্ষের পর থেকে ইউরোপের বেশ কিছু দেশ রুশ প্রাকৃতিক গ্যাসের বিকল্প খুঁজছে। কিন্তু কাতার বার বার বলছে, ইউরোপের জ্বালানি নিরাপত্তার জন্য বিভিন্ন পক্ষের অভিন্ন চেষ্টা দরকার। দেশটির রাশিয়ার বিকল্প হবার যথেষ্ঠ উৎপাদন ক্ষমতা নেই। সূত্র: আল-জাজিরা।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন