প্রশ্নের বিবরণ : রাস্তায়, বাজার বা স্টেশনে দাঁড়িয়ে সাহায্য চাওয়া ব্যক্তিদের বা মসজিদ মাদরাসাতে পাঁচ/ দশ/ বিশ/ শত/ হাজার ইত্যাদি অংকের টাকা আল্লাহর ওয়াস্তে দান করি। আর আল্লাহর কাছে চাই যে, এই দানের উছিলায় অর্জিত সওয়াব (যদি আল্লাহ দেয়) নবী (সা.), বাবা-মা, দাদা-দাদী, নানা-নানী, পূর্বের মৃত সকল গোষ্ঠির লোকজন এবং পরবর্তী আগত সকল প্রজন্ম অর্থ্যাৎ আমার সন্তানের সন্তান এর আমলনামায় পাঠিয়ে দেন বা পৌঁছিয়ে দিবেন বলে প্রার্থনা করি। তাহলে উল্লিখিত সবার আমলনামায় কি সওয়াব যাবে? যদি না যায় তাহলে উল্লিখিত কার কার আমলনামায় যাবে না? এভাবে কি দান করা যাবে ?
উত্তর : ফরজ দান বা যাকাতের সওয়াব আপনার নিজের আমলনামা ছাড়া আর কারও আমলনামায় যাবে না। যদি ঐচ্ছিক দান করেন, যথা আপনার বর্ণিত স্থানসমূহে দান, সদকা-খয়রাত ইত্যাদি, এসব দানের সওয়াব আপনি নিজে পাবেন, আপনি নিয়ত করলে এসবের সওয়াব মৃত ব্যক্তিগণ পেতে পারেন। সাধারণ নফল ইবাদতের সওয়াবে মৃত ঈমানদার নারী পুরুষদের নিয়ত করা যায়। জীবিত কাউকে সওয়াব দেওয়া যায় না। অনাগতও ব্যক্তিদের জন্যও সওয়াব দেওয়া যায় না। তবে, মৃত জীবিত ও অনাগত সকল মুমিন নারী পুরুষের জন্য মাগফেরাতের দোয়া করা যায়, হেদায়াতের দোয়া করা যায়, তাদের জন্য কৃত দোয়া কবুলের জন্যও দান-খয়রাত করা যায়। বিষয়টিতে সূক্ষ্ম কিছু পার্থক্য আছে।
উত্তর দিয়েছেন : আল্লামা মুফতি উবায়দুর রহমান খান নদভী
সূত্র : জামেউল ফাতাওয়া, ইসলামী ফিক্হ ও ফাতওয়া বিশ্বকোষ।
প্রশ্ন পাঠাতে নিচের ইমেইল ব্যবহার করুন।
inqilabqna@gmail.com
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন