প্রশ্নের বিবরণ : আমি শুনেছি কেউ যদি স্বপ্নে রাসূল (সা.) কে দেখে, সে স্বপ্ন মিথ্যা নয়। এ কথা কি সত্য? এবং কেউ যদি আল্লাহ তায়ালাকে স্বপ্ন দেখে সেটি কি সত্য হতে পারে?
উত্তর : উভয়টি সত্য হতে পারে। তবে, রাসূল (সা.) কে স্বপ্নে দেখা ভুল হয় না। কারণ, শয়তান তার চেহারা ধারণ করতে পারে না। যদি কেউ তাকে স্বপ্নে দেখে, তাহলে ধরে নিতে হবে এটি নবী করিম (সা.) এরই চেহারা। কিন্তু আল্লাহর ক্ষেত্রে ব্যাপারটি এমন নয়। যিনি আল্লাহকে স্বপ্নে দেখেছেন বলে মনে করেন, সেখানে নফস ও শয়তানের ওয়াসওয়াসা থাকার সম্ভাবনা রয়েছে বলে শরীয়ত স্বীকার করে। এ স্বপ্ন মিথ্যাও হতে পারে। কোরআন যাকে আযগাছু আহলামিন বলে উল্লেখ করেছে। তবে সুনির্দিষ্টভাবে নবী করিম (সা.) এর চেহারা মোবারক স্বপ্নে দেখার বিষয়টি ভিন্ন।
উত্তর দিয়েছেন : আল্লামা মুফতি উবায়দুর রহমান খান নদভী
সূত্র : জামেউল ফাতাওয়া, ইসলামী ফিক্হ ও ফাতওয়া বিশ্বকোষ।
প্রশ্ন পাঠাতে নিচের ইমেইল ব্যবহার করুন।
inqilabqn
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন