প্রশ্নের বিবরণ : কোন মহিলা অতীতে সিনেমা করতেন। উনি একসময় উনার ভুল বুঝতে পেরে আল্লাহর কাছে মাফ চেয়ে পুনরায় ওই ভুল করবেন না বলে অঙ্গীকার করলেন। আমরা আশা রাখি আল্লাহ তাকে মাফ করে দিবেন। এখানে আমার প্রশ্ন হচ্ছে, উনার যেসব সিনেমা, গান, ছবি বাজারে, ইন্টারনেটে আছে, তার কারনে কি উনার গুনাহ চলমান থাকবে?
উত্তর : যে গুনাহ চলমান থাকে তার দায় তো গুনাহগারকে নিতেই হবে। এরপরও যদি তিনি প্রকৃত তওবা করেন আর নিজের আয়ত্বাধীন চলমান গুনাহর কারণগুলো নিজে বন্ধ করেন বা থামিয়ে দেন, তাহলে আল্লাহ তায়ালা তাকে ক্ষমা করতে পারেন। তওবাটি আন্তরিক হলে আর আল্লাহর নিকট সেটি কবুল হলে তার ইচ্ছার বাইরে চলমান গুনাহের কারণগুলোর দায় থেকে আল্লাহ তায়ালা তাকে মুক্তও করতে পারেন। বান্দাহর উচিত হতাশ না হয়ে তওবার আশ্রয় নেওয়া এবং আশার পাল্লাকে সবসময় ভারী রাখা।
উত্তর দিয়েছেন : আল্লামা মুফতি উবায়দুর রহমান খান নদভী
সূত্র : জামেউল ফাতাওয়া, ইসলামী ফিক্হ ও ফাতওয়া বিশ্বকোষ।
প্রশ্ন পাঠাতে নিচের ইমেইল ব্যবহার করুন।
inqilabqna@gmail.com
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন