শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

নয় মাসে ত্রিশ লক্ষাধিকর বিদেশীর ইরান ভ্রমণ

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১২ ফেব্রুয়ারি, ২০২৩, ৯:০৪ পিএম

চলতি ইরানি ক্যালেন্ডার বছরের (যা ২১ মার্চ ২০২২ থেকে শুরু হয়) প্রথম নয় মাসে ইরান ত্রিশ লাখেরও বেশি বিদেশী পর্যটক আগমনের রেকর্ড করেছে। দেশটির ডেপুটি পর্যটন মন্ত্রী আলি-আসগর শালবাফিয়ান এই তথ্য জানান।

মঙ্গলবার মন্ত্রীকে উদ্ধৃত করে মেহের নিউজ বলেছে, এই বছরের প্রথম নয় মাসে ত্রিশ লক্ষাধিক পর্যটক দেশে প্রবেশ করেছে। এদের মধ্যে ১৪ শতাংশ ছিল একদিনের দর্শনার্থী।

এর আগের বছর ফারসি ১৪০০ সালে ১৩ লাখেরও বেশি পর্যটক দেশে প্রবেশ করে, যার মধ্যে ১১ শতাংশ ছিল একদিনের দর্শনার্থী।

বহির্গামী যাত্রীদের সংখ্যা সম্পর্কে কথা বলতে গিয়ে এই কর্মকর্তা বলেন, ৭০ লাখেরও বেশি ইরানী নাগরিক উল্লিখিত সময়কালে বিদেশ ভ্রমণ করেছেন এবং সংখ্যার প্রায় ছয় শতাংশ একদিনের দর্শনার্থী ছিলেন।

সূত্র: তেহরান টাইমস

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন