প্রশ্নের বিবরণ : মা চাচীরা বলে ছোট বাচ্চা ঘুমন্ত থাকা অবস্থায় চুমু খেলে ওই বাচ্চার অমঙ্গল হয়। কথাটা কতটুকু সত্যি?
উত্তর : সত্যি নয়। শরীয়তে এর কোনো ভিত্তি নেই। তবে, পিতা-মাতার নজর লেগে যাওয়ার কথা হাদিস শরিফে আছে। ঘুমন্ত শিশুর প্রতি মায়ের মুগ্ধতা অধিক থাকে, তাই এ ধরণের রেওয়াতের আলোকে মুরব্বীরা এমন বলে থাকতে পারেন। যদিও এর কোনো সরাসরি ভিত্তি নেই, তবে নজরের আশংকা থাকায় তাওয়ুজ, চারকুল, অন্যান্য সুন্নাত আমলের মাধ্যমে বাচ্চাদের লালন করা উচিত।
উত্তর দিয়েছেন : আল্লামা মুফতি উবায়দুর রহমান খান নদভী
সূত্র : জামেউল ফাতাওয়া, ইসলামী ফিক্হ ও ফাতওয়া বিশ্বকোষ।
প্রশ্ন পাঠাতে নিচের ইমেইল ব্যবহার করুন।
inqilabqna@gmail.com
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন