প্রশ্নের বিবরণ : আমার জন্মস্থান কুমিল্লা। বর্তমানে ঢাকায় থাকি। এখন আমি যদি কুমিল্লায় নিজের বাড়ি না গিয়ে ১৫ দিনের কম সময় শশুর বাড়ি থাকি যা আমার বাড়ীর ২-৩ ইউনিয়ন পর, তাহলে কি আমি মুসাফির হব? দ্বিতীয় প্রশ্ন, আমি যদি ২ দিন শশুর বাড়ি থেকে নিজের বাড়ি চলে যাই, আবার নিজের বাড়ি ২ দিন থেকে শশুর বাড়ি বা অন্য কোন থানায় গিয়ে থাকি তাহলে কি আবার মুসাফির হব?
উত্তর : মুসাফির হবেন। কেবল নিজের বাড়িতে থাকাবস্থায় আপনি মুসাফির নন। বাকী সময়টুকু যেখানেই থাকেন রাস্তায়, শশুর বাড়ীতে, কুমিল্লায় আপনার নিজ বাড়ী ছাড়া অন্য কোথাও, এসব টাইমে আপনি মুসাফির থাকবেন। নিজ বাড়ীতে প্রবেশের পর থেকে অবস্থানকালীন সময়টুকু আপনি মুসাফির নন। আবার সফরের নিয়ত করে বের হলেই আপনি মুসাফির।
উত্তর দিয়েছেন : আল্লামা মুফতি উবায়দুর রহমান খান নদভী
সূত্র : জামেউল ফাতাওয়া, ইসলামী ফিক্হ ও ফাতওয়া বিশ্বকোষ।
প্রশ্ন পাঠাতে নিচের ইমেইল ব্যবহার করুন।
inqilabqna@gmail.com
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন