গতকাল ২১ ফেব্রুয়ারি রাজবাড়ী জেলার বালিয়াকান্দি থানাধীন রসুলপুর দরবার শরীফে আখেরী মোনাজাতের মাধ্যমে শেষ হলো ৩ দিন ব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কুরআন ও হালকায়ে জিকির মাহফিল।
উক্ত মাহফিলে দেশ বিদেশ থেকে আগত লাখো মুসুল্লির উপস্থিতিতে দেশ ও জাতির কল্যান কামনা করে মুসলিম উম্মাহর ঐক্যের আহবানে আখেরী মুনাজাত পরিচালনা করেন চার তরিকার পীরে মোকাম্মেল বাংলাদেশ জামিয়াতুচ্ছালেকিনের আমিরুল উমারা রসুলপুর দাওরায়ে হাদিস মাদরাসার প্রতিষ্ঠাতা ও মহাপরিচালক আলহাজ হযরত হাফেজ মাওলানা আবদুল মতিন নেছারী, পীর সাহেব রসুলপুর।
উক্ত মাহফিলে বক্তাগণ ছিলেন বাংলাদেশ জামিয়াতুচ্ছালেকিনের নায়েবে আমিরুল উমারা আলহাজ হযরত হাফেজ মাওলানা ইফতেখার উদ্দিন নেছারী সাহেব, নাজেমে জমিয়ত আলহাজ হযরত মাওলানা আইনুল হক সাহেব, নাটোর। নায়েবে নাজেমে জমিয়ত আলহাজ হযরত মাওলানা মাসুম বিল্লাহ সাহেব, আলহাজ হযরত মাওলানা মুফতি মিজানুর রহমান সাইদ সাহেব, পরিচালক, শায়েখ জাকারিয়া রহ. ইসলামিক রিসার্চ সেন্টার, ঢাকা। জামানার প্রখ্যাত আলেমে দীন আলহাজ হযরত মাওলানা মুফতি রশিদ আহমাদ ফেরদাউস, পীর সাহেব চরমোনাই। বিশিষ্ট বক্তা আলহাজ হযরত আব্দুল কাদের সিদ্দিকি সাহেব, সিরাজগঞ্জ। এছাড়াও দেশবরেণ্য হক্কানি উলামায়ে কেরাম ও বুজুর্গানে দীন বয়ান পেশ করেন। বিজ্ঞপ্তি
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন