শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চাটখিলে বিএনপি নেতার লাশ উদ্ধার

প্রকাশের সময় : ২২ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

চাটখিল (নোয়াখালী) উপজেলা সংবাদদাতা : উপজেলা বিএনপির নেতা আলমগীর হোসেন (৪০)-এর লাশ শনিবার রাত ২টার দিকে পুলিশ উদ্ধার করেছে। পুলিশ জানায়, রাত পৌনে ১২টার দিকে পৌরসভার ১১নং পুলসংলগ্ন স্থানে রামগঞ্জ-ঢাকা মহাসড়কে সড়ক দুর্ঘটনায় আলমগীর হোসেন মারা যায়। এ সময় তার ব্যবহারকৃত ধুমড়ে-মুছড়ে যাওয়া মোটরসাইকেলটিও উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। গতকাল রোববার সকালে লাশ ময়না তদন্তের জন্য নোয়াখালী আবদুল মালেক উকিল মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে। এদিকে উপজেলা বিএনপি’র সভাপতি আনোয়ার হোসেন দাবী করেন, উপজেলার বিএনপির সদস্য আলমগীর হোসেনকে পূর্ব পরিকল্পিতিভাবে হত্যা করা হয়েছে। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে বিএনপি’র নেতাকর্মীরা রাত সাড়ে ১২টার দিকে পৌর শহরে বিক্ষোভ মিছিল বের করেছে। এ ব্যাপারে আলমগীর হোসেনের ছোট ভাই গোলাম মাওলা মিন্টু সাংবাদিকদেরকে জানান, তার ভাই এর কোন শত্রু ছিল না। কিভাবে তার মৃত্যু হয়েছে, তা তারা জানেন না। ময়নাতদন্তের রিপোর্টের জন্য তারা অপেক্ষা করবেন। থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আবুল খায়ের জানান, আলমগীর হোসেন মোটরসাইকেল দুর্ঘটনায় মারা যায়। তবে ময়না তদন্তের রিপোর্ট পেলে তা পরিষ্কার হয়ে যাবে। বিএনপি’র যুগ্ম-আহবায়ক সাবেক সাংসদ ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন দাবী করেন, বিএনপি নেতা আলমগীর হোসেনকে সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে হত্যা করেছে। তিনি এ হত্যাকা-ের তীব্র নিন্দা জানান এবং অবিলম্বে দোষীদের গ্রেফতারের দাবী জানান। নিহত আলমগীর হোসেনের বাড়ী উপজেলার পরকোট গ্রামের আগুনি বাড়ীর বলে জানা গেছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন