সোমবার ১৮ নভেম্বর ২০২৪, ০৩ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফুল দেয়াকে কেন্দ্র করে আ.লীগের দু’গ্রুপে সংঘর্ষ আহত ১২

প্রকাশের সময় : ২২ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

মাদারীপুর জেলা সংবাদদাতা : কালকিনিতে শহীদ মিনারে ফুল দেয়াকে কেন্দ্র করে কালকিনিতে সাবেক উপজেলা চেয়ারম্যান ও স্থানীয় আ.লীগের মধ্যে সংঘর্ষের ঘটনায় কমপক্ষে ১২ জন আহত হয়েছে। এ সময় কয়েকটি ককটেল বিস্ফোরণ ও মোটরসাইকেট ভাংচুর করা হয়েছে বলে অভিযোগ। ঘটনার পরে কালকিনি ও ডাসার থানা পুলিশের জোর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, কালকিনি সৈয়দ আবুল হোসেন কলেজ শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করতে উপস্থিত হয় উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, কালকিনি ও ডাসার থানা, কালকিনি প্রেসক্লাবসহ বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের লোকজন। রাত ১১টা ৫০ মিনিটে একটি মোটরসাইকেল বহর নিয়ে সেখানে পুষ্পমাল্য অর্পণ করতে আসে সাবেক উপজেলা চেয়ারম্যান ও কালকিনি উপজেলা আওয়ামী লীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক মীর গোলাম ফারুক। তার পুষ্পমাল্যের ডালায় সাবেক উপজেলা চেয়ারম্যানের পাশাপাশি সাধারণ সম্পাদক কালকিনি উপজেলা আ’লীগ লেখা থাকে। কিন্তু তাকে পৌর নির্বাচনে আ’লীগ মনোনিত প্রার্থীর পক্ষে কাজ না করার দায়ে বহিষ্কার করা হয়েছে বলে অভিযোগ তুলে সেটি ভেঙ্গে ফেলে আ’লীগের অন্য গ্রুপ। এ নিয়ে সংঘর্ষ ও হাতাহাতির ঘটনা ঘটলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এসময় বিএনপি সহ অন্যান্য দলের নেতাকর্মী সমর্থকরা দর্শকের ভূমিকায় ছিলেন। এ ব্যাপারে কালকিনি থানার ওসি কৃপা সিন্ধু বালা বলেন, ফুল দেয়া নিয়ে সামান্য বাদানুবাদ হলেও পুলিশের তৎপরতায় নিয়ন্ত্রণে এসেছে। সাবেক উপজেলা চেয়ারম্যান মীর গোলাম ফারুককে সাময়িক ওখান থেকে পুলিশি প্রহরায় নিয়ে আসা হয়। কেউ আহত হয়েছে বলে জানা নেই। কোন অভিযোগ পাওয়া যায়নি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন