বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

আ.লীগে অর্ধশতাধিক, হাইকমান্ডের সিদ্ধান্তের অপেক্ষায় বিএনপি

প্রকাশের সময় : ২২ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

সৌমিত্র চক্রবর্তী, সীতাকুন্ড (চট্টগ্রাম) থেকে : সীতাকুন্ডে আসন্ন ইউপি নির্বাচনকে ঘিরে প্রার্থীদের নানামুখি তৎপরতা বেড়েই চলেছে। বিশেষত পৌরসভা নির্বাচনের পর থেকেই সম্ভাব্য প্রার্থীরা হন্যে হয়ে নেমে পড়েছেন মাঠে গোছাতে। নির্বাচনের সময় যত ঘনিয়ে আসছে প্রার্থীর সংখ্যা ততই বাড়ছে। তবে বিএনপি-জামায়াত দলের হাইকমান্ডের সিদ্ধান্তের অপেক্ষায় এখনো নিশ্চুপ থাকলেও ক্ষমতাসীন আ’লীগের অর্ধশতাধিক সম্ভাব্য প্রার্থী নির্বাচনের লক্ষ্যে দলীয় মনোনয়ন প্রত্যাশায় নেমে পড়েছেন মাঠে। এ তালিকায় বর্তমান ও সাবেক চেয়ারম্যান, মেম্বাররা যেমন আছেন তেমনি আছেন প্রচুর নতুন মুখও। ফলে নির্বাচন এখনো দূরে থাকলেও প্রার্থীদের দৌড়ঝাঁপে সরগরম হয়ে উঠেছে পুরো উপজেলা। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আগামী ৩১ শে মার্চ সীতাকু-ের ৯টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। উপজেলা প্রশাসনকে নির্দিষ্ট করে তারিখ জানিয়ে দেয়ার পর প্রশাসনও রিটার্নিং অফিসার নিয়োগসহ অন্যান্য প্রস্তুতি গ্রহণ শুরু করেছেন। এদিকে যাদের ঘিরে এই নির্বাচন সেই প্রার্থীরাও হাত-পা গুটিয়ে বসে নেই। সূত্র জানিয়েছে প্রথমবারের মতো অনুষ্ঠিতব্য দলীয় প্রতীকের এই নির্বাচনে মনোনয়ন পেতে বহু প্রার্থী এবার মাঠে নেমে পড়েছেন। বিশেষত আ’লীগের অনেকেই ইতিমধ্যে ব্যানার-পোস্টার ঝুলানোসহ নানা উপায়ে নিজেদের প্রার্থীতা ঘোষণা করেছেন। আবার অনেকে ঘনিষ্ট মহলে ব্যক্ত করেছেন প্রত্যাশা। সব মিলিয়ে ৯টি ইউনিয়নে আ’লীগের সম্ভাব্য প্রার্থীর সংখ্যা অর্ধশতাধিক। তবে দলীয় সিদ্ধান্তের কারণে এখনো প্রকাশ্যে আসেননি বিএনপি-জামায়াতের কোন প্রার্থী। আ’লীগ প্রার্থীদের মধ্যে বিভিন্ন মাধ্যমে যাদের নাম শোনা যাচ্ছে তারা হলেন ১নং সৈয়দপুর ইউনিয়নে চেয়ারম্যান ও আ’লীগ নেতা তাজুল ইসলাম নিজামী, আ’লীগ নেতা মাস্টার আবুবকর, ২নং বারৈয়াঢালায় চেয়ারম্যান রেহান উদ্দিন, বারৈয়াঢালা ইউনিয়ন যুবলীগ সভাপতি মো. সাইদুল ইসলাম, আ’লীগ নেতা সাঈদ মিয়া, মুরাদপুর ইউনিয়নের চেয়ারম্যান রেজাউল করিম, বাড়বকু- ইউনিয়নের চেয়ারম্যান ছাদাকাত উল্লাহ মিয়াজী, সাবেক চেয়ারম্যান মো. মহসিন জাহাঙ্গীর, বাঁশবাড়ীয়ায় চেয়ারম্যান শওকত আলী জাহাঙ্গীর, আ’লীগ নেতা রাজু, কুমিরায় সাবেক ইউপি সদস্য আ’লীগ নেতা মো. আবদুল মতিন, মোর্শেদুল আলম, সোনাইছড়িতে উত্তর জেলা আ’লীগ নেতা মো. ইদ্রিস, মো. আলাউদ্দিন, মুনীর আহমেদ, মো. জসীম মেম্বার, মো. আবু তাহের, মিজানুর রহমান, ভাটিয়ারীতে আ’লীগ নেতা নাজিম উদ্দিন, মো. খায়রুল আজম জসীম, মো. নুরুল ইসলাম, মো. ইউনুস, সলিমপুরে চেয়ারম্যান সালাউদ্দিন আজিজ, কাজী বাবুল খান, মো. মাহবুব আলম মেম্বার, কাজী বাহাদুর খান, মো. নিউটনসহ আরো বহু প্রার্থীর নাম শোনা গেলেও তারা আনুষ্ঠানিকভাবে সাংবাদিকদের নিজেদের অবস্থান পরিষ্কার করেননি। তবে দলীয় সূত্র জানিয়েছে, উপরিউক্ত প্রার্থীরা রাজনৈতিক মহলে তাদের প্রার্থীতার বিষয়টি নিশ্চিত করেছে। এখন নিয়মানুযায়ী যোগ্য প্রার্থী ঘোষণা করবে দল। এদিকে দল কখন প্রার্থী চূড়ান্ত করবে সে অপেক্ষায় চুপচাপ বসে নেই প্রার্থীরা। তারা দলের নেতাদের কাছে বারবার ধর্ণা দিচ্ছেন মনোনয়ন পেতে। পাশাপাশি এলাকায় বিভিন্ন কর্মকা-ের সাথে নিজেকে সম্পৃক্ত করে ভোটারদের মন জয় করার চেষ্টাও অব্যহত রেখেছেন। সব মিলিয়ে নির্বাচনের আরো দেড় মাস বাকি থাকলেও পুরো উপজেলা এখনই নির্বাচনমুখী হয়ে পড়েছে। এ বিষয়ে জানতে চাইলে সীতাকু- উপজেলা নির্বাহী অফিসার নাজমুল ইসলাম ভূইয়া ইনকিলাবকে বলেন, আগামী ৩১ শে মার্চ একযোগে সীতাকু-ের সৈয়দপুর, বারৈয়াঢালা, মুরাদপুর, বাড়বকু-, বাঁশবাড়ীয়া, কুমিরা, সোনাইছড়ি, ভাটিয়ারী, সলিমপুর ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন আমাদেরতে এ তথ্য নিশ্চিত করেছে। তাই আমরা রিটার্নিং অফিসার নিয়োগ প্রক্রিয়াও শুরু করে দিয়েছি। পর্যায়ক্রমে নির্বাচনের সব প্রক্রিয়া সম্পন্ন করা হবে বলে জানান তিনি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন