শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আগামী বছর দৃশ্যমান হচ্ছে প্রত্যাশিত সিলেট ট্রাক টার্মিনাল

প্রকাশের সময় : ২২ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

সিলেট অফিস : বহুল প্রত্যাশিত সিলেট ট্রাক টার্মিনাল দৃশ্যমান হচ্ছে আগামী বছরই। সিটি কর্পোরেশনের উদ্যোগে দ্রæত এগিয়ে চলছে টার্মিনালের নির্মাণ কাজ। প্রকল্প মেয়াদের এক বছর আগেই ট্রাক টার্মিনালের নির্মাণ কাজ শেষ করা যাবে বলে ধারণা করছেন সিসিকের কর্মকর্তারা। সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) নুর আজিজুর রহমান জানান, দক্ষিণ সুরমায় ৮.৪৪ একর জায়গায় ট্রাক টার্মিনাল নির্মাণ কাজ চলছে। এই প্রকল্পের প্রাক্কলিত ব্যয় ২৩ কোটি ৯৫ লাখ টাকা। ইতোমধ্যে সিটি কর্পোরেশন জমি অধিগ্রহণ বাবদ ৩ কোটি ৪২ লাখ টাকা ব্যয় করেছে। এছাড়াও প্রায় ৫ কোটি টাকা ব্যয়ে মাটি ভরাটের কাজ চলছে। ইতোমধ্যে অ্যাপ্রোচ রোড, কালভার্টেরও নির্মাণ কাজ শেষ করা হয়েছে। চলছে সীমানা প্রাচীর নির্মাণ কাজও। ২০১৮ সাল পর্যন্ত প্রকল্পের মেয়াদ থাকলেও ২০১৭ সালেই কাজ সম্পন্নের ব্যাপারে আশাবাদী সিলেট সিটি কর্পোরেশন। এদিকে শনিবার দুপুরে ট্রাক টার্মিনালের নির্মাণ কাজ পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেছেন বাংলাদেশ সরকারের পরিকল্পনা কমিশনের ভৌত অবকাঠামো বিভাগের সদস্য (সরকারের সচিব) এস এম গোলাম ফারুক। পরিদর্শনকালে তার সঙ্গে ছিলেন সিলেটের বিভাগীয় কমিশনার জামাল উদ্দিন আহমেদ, পুলিশ সুপার নুরে আলম মিনা, সিলেট মেট্রোপলিটন পুলিশের ডিসি (ট্রাফিক) রেজাউল করিম, ২৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর তৌফিক বক্স লিপন, সিলেট সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) নুর আজিজুর রহমান, সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী আলী আকবর ও শামসুল হক, কনসালট্যান্ট বসন্তকুমার প্রমুখ।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন