শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অস্ট্রেলিয়ায় এই প্রথম ‘মুসলিম’ রাজনৈতিক দলের আত্মপ্রকাশ

প্রকাশের সময় : ২২ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : অস্ট্রেলিয়ায় মুসলমানদের প্রতিনিধিত্ব করার জন্য প্রথমবারের মতো একটি রাজনৈতিক দল আত্মপ্রকাশ করেছে।
বিবিসি বলছে, দলটি অস্ট্রেলিয়ার আগামী জাতীয় নির্বাচনে সিনেটের আসনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবে বলে জানিয়েছে।
সিডনিতে ‘অস্ট্রেলিয়ান মুসলিম পার্টি’ নামে দলটির আত্মপ্রকাশ অনুষ্ঠানে প্রতিষ্ঠাতা দিয়া মোহম্মদ বলেছেন, মুসলমানদের জন্য একটি ‘জোরাল কণ্ঠস্বর’ চান তিনি। তিনি বলেন, ‘বিশেষভাবে ইসলাম ও মুসলমানদের বিরোধিতা করার মতো অনেক দলই আছে (অস্ট্রেলিয়ায়), কিন্তু মুসলমানদের কোনো অফিসিয়াল প্রতিনিধি নেই।’
অস্ট্রেলিয়ায় অনেকগুলো ইসলামবিরোধী রাজনৈতিক দল আছে। এগুলোর মধ্যে একটির পৃষ্ঠপোষক ওলন্দাজ পার্লামেন্ট সদস্য গ্রিট ওয়াইল্ডার্স।
প্যারিসে সন্ত্রাসী হামলা চালানোর পরপরই কেন মুসলিম রাজনৈতিক দল গঠন করলেন এমন প্রশ্নেরও উত্তর দিয়েছেন ৩৪ বছর বয়সী ব্যবসায়ী দিয়া মোহম্মদ। এবিসির ‘এএম’ অনুষ্ঠানে তিনি বলেন, ‘সম্প্রতি যে ঘটনা ঘটে গেছে তা নিয়ে আসছে দিনগুলোতে অনেক প্রশ্ন উঠবে, আর এই কারণেই আমরা দলটি গঠন করেছি। এ ধরনের দল গঠন করার এটিই উপযুক্ত সময়।’
প্যারিস হামলার নিন্দা জানিয়ে দিয়া মোহম্মদ বলেন, ইসলাম নিরপরাধ মানুষকে হত্যা না করতে কঠোরভাবে নিষেধ করেছে। তবে প্যারিস হামলার মতো কোনো হামলার জের ধরে কোনো মুসলিম দেশকে দখল করা তার দল সমর্থন করবে না বলে জানিয়েছেন দিয়া মোহম্মদ।
তিনি বলেন, ‘আমাদের দেখতে হবে আগে কী হয়েছে। আমরা আফগানিস্তান দখল করলাম, ইরাক দখল করলাম, কিন্তু যে বিপর্যয়ের মধ্যে ছিলাম এখনও সেখানেই আছি। তাই অতীতে যে পদ্ধতিতে কাজ হয়নি তা কি আমি সমর্থন করতে পারি? না, পারি না।’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (4)
Bushra Khatun ২২ ফেব্রুয়ারি, ২০১৬, ১১:৩৬ এএম says : 0
এগিয়ে চল। সফলতা দেরিতে হলেও আসবে। ইনশা আল্লাহ।
Total Reply(0)
Adv Jewel Sikdar ২২ ফেব্রুয়ারি, ২০১৬, ১১:৩৭ এএম says : 0
Very good
Total Reply(0)
Moin Uddin ২২ ফেব্রুয়ারি, ২০১৬, ১১:৩৭ এএম says : 0
খুব ভাল খবর।
Total Reply(0)
Tofayel Amin ২২ ফেব্রুয়ারি, ২০১৬, ১১:৩৭ এএম says : 0
সুবহানাল্লাহ
Total Reply(0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন