শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রৌমারী সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশী নিহত, আহত ১

কুড়িগ্রাম জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১০ ফেব্রুয়ারি, ২০১৭, ১১:০২ এএম

কুড়িগ্রাম জেলা সংবাদদাতা : কুড়িগ্রামের রৌমারী উপজেলার দাঁতভাঙা ইউনিয়নের ধর্মপুর সীমান্তে বিএসএফের গুলিতে একজন বাংলাদেশী নিহত আরেকজন আহত হয়েছে।

শুক্রবার ভোর রাতে এই ঘটনা ঘটে বলে স্থানীয়রা জানান।

বিজিবির পক্ষ থেকে প্রতিবাদ জানিয়ে বিএসএফকে পতাকা বৈঠকের আহবান জানান হয়েছে।

ইউপি সদস্য মিজানুর রহমান ও বিজিবি সূত্রে জানা যায়, উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের কাউয়ার চর গ্রামে ধর্মপুর সীমান্তে ১০৫৬ পিলার দিয়ে রাতে গরু পারাপার করছিল পাচারকারীর দলটি। এসময় ভারতের সীমান্ত রক্ষী বাহিনীর গুটলিগাও ক্যাম্পের সদস্যরা গুলি ছুঁড়লে ঘটনাস্থলেই কাউয়ার চর গ্রামের বাসিন্দা টুলু(৬০) নিহত হয়। আহত হয় ছাটকড়াইবাড়ী গ্রামের মজরত উল্যার ছেলে সিফাত আলী(৩৫)।

জামালপুর-৩৫ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আতিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,‘আমরা প্রতিবাদ জানিয়ে পতাকা বৈঠকের জন্য আহবান করেছি।’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন