শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

কাশ্মীরে ভারতীয় সেনা হতাহতের ঘটনা বেড়েছে

প্রকাশের সময় : ২৬ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর সদস্যদের হতাহতের সংখ্যা তুলনামূলকভাবে বেড়ে গেছে। বিভিন্ন সময়ে গেরিলা হামলা এবং সন্ত্রাসীদের মোকাবিলায় হতাহতের ঘটনা বেে গেছে বলে ভারতের ইংরেজি দৈনিক ‘দ্য হিন্দু’ খবর প্রকাশ করেছে। এতে বলা হয়েছে, গত শনিবার গেরিলা বিরোধী অভিযানে ভারতীয় আধা সামরিক কমান্ডো বাহিনীর দুই প্রতিশ্রুতিশীল তরুণ কর্মকর্তাসহ তিন সেনা নিহত হয়েছে। এছাড়াও সাম্প্রতিক মাসগুলোতে গেরিলা হামলায় ভারত অনেক অভিজ্ঞ সেনাকে হারিয়েছে। এ সব সেনার গেরিলা বিরোধী যুদ্ধের দীর্ঘ অভিজ্ঞতা ছিল। তন্মধ্যে চলতি মাসের গোড়ার দিকে কুপওয়ারায় ২২ ঘণ্টা বন্দুক যুদ্ধে দুই সেনা নিহত হয়। খবরে আরো বলা হয়, গত সেপ্টেম্বরে কুপওয়ারায় নিহত হয় ল্যান্স নায়েক মোহন নাথ গোস্বামী। তাকে এ বছরের ভারতের প্রজাতন্ত্র দিবসে মরণোত্তর অশোক চক্র পদক দেয়া হয়েছে। গত অক্টোবরে একই জেলায় আরো চার সেনা নিহত হয়েছেন। নভেম্বরে আরেক কর্মকর্তা কর্নেল সন্তোষ মাহাদিক গেরিলা হামলায় আহত হন এবং পরে মারা যান। কুপওয়ারায় একই অভিযানে পুলিশের এক কমান্ডোও নিহত হন। এভাবে অভিজ্ঞ ভারতীয় সেনাদের প্রাণহানিতে ভারতীয় সেনাবাহিনীর মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে বলে জানিয়েছে দৈনিকটি। এতে বলা হয়েছে, নানা কারণে ভারতীয় সেনারা এভাবে প্রাণ হারাচ্ছে। সন্দেহভাজন ইনফরমারদের ভুল তথ্যকে এত বেশি সেনা হতাহতের অন্যতম কারণ হিসেবে খবরে উল্লেখ করা হয়েছে। এপি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন