শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

অলিম্পিকে হামলার পরিকল্পনায় ৮ জনের কারাদন্ড

| প্রকাশের সময় : ৬ মে, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : গত বছর ব্রাজিলের রিও ডি জেনেরিও শহরে অনুষ্ঠিত হয় অলিম্পিক গেমস। আয়োজনকে কেন্দ্র করে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয় পুরো দেশ। কিন্তু তারপরও শঙ্কা কাটেনি। সম্ভাব্য সন্ত্রাসী হামলার পরিকল্পনাকারী সন্দেহে আটক হন ৮ জন। এখন অভিযোগ প্রমাণিত হওয়ায় বিভিন্ন মেয়াদে কারাদন্ড দেয়া হয়েছে তাদের। দেশটির নতুন সন্ত্রাসবিরোধী আইন অনুসারে অভিযুক্তদের বিভিন্ন মেয়াদে কারাদন্ড দেন আদালত। এর মধ্যে চক্রের দলনেতা লিওনিদ এল কাদরি ডি মেলোকে ১৫ বছরের কারাদন্ড দেয়া হয়েছে। বাকিদের ৫ থেকে ৬ বছরের কারাদন্ড দেয়া হয়েছে। দন্ডপ্রাপ্তরা সবাই ব্রাজিলের নাগরিক। এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন বলে জানিয়েছেন তারা। আদালতের রায়ে বলা হয়েছে, দন্ডপ্রাপ্তরা জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) মতাদর্শে বিশ্বাসী। তবে আইএসের সঙ্গে তাদের সরাসরি কোনো সংশ্লিষ্টতা ছিল না। মধ্যপ্রাচ্যের আইএস জঙ্গিদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছিলেন তারা। একইসঙ্গে অনলাইনে আইএসের মতাদর্শ বিস্তারে ভূমিকা রাখছিলেন। বোমা বানানোর ভিডিও শেয়ার দিয়েছিলেন। অস্ত্র কেনার জন্য অর্থ জোগারের চেষ্টায় ছিলেন। এ চক্রটির কর্মকান্ড প্রথম নজরে আসে মার্কিন ফেডারেল গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের। সংস্থাটির পক্ষ থেকে ব্রাজিল সরকারকে সতর্ক করা হলে অভিযানে নামে দেশটির পুলিশ। বিবিসি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন