শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

রুশ-সিরিয়ার বিমান হামলায় ইদলিবে ১৫০ জন নিহত

ইনকিলাব ডেস্ক: | প্রকাশের সময় : ২৯ সেপ্টেম্বর, ২০১৭, ১২:০০ এএম

সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে বিদ্রোহীদের নিয়ন্ত্রিত এলাকায় এক সপ্তাহেরও বেশি সময় ধরে রাশিয়া ও সিরিয়ার বোমারু বিমানগুলোর ব্যাপক বোমাবর্ষণে অন্তত ১৫০ জন বেসামরিক নিহত হয়েছেন বলে দাবি করেছে সরকার বিরোধীরা। দেশটির হামা প্রদেশের উত্তরাঞ্চলে সরকার-নিয়ন্ত্রিত এলাকায় কট্টরপন্থি বিদ্রোহীদের জোট বড় ধরনের হামলা শুরু করার পর নতুন করে এ বোমা হামলা শুরু করা হয় বলে জানিয়েছে বার্তা সংস্থা। ইদলিবের বিদ্রোহীদের পরিচালিত বেসামরিক প্রতিরক্ষা বাহিনীর জ্যেষ্ঠ কর্মী সালেম আবু আল আজেম গত বুধবার বলেন, রাশিয়া ও সরকারি বাহিনী বোমা হামলা শুরু করার পর থেকে এ পর্যন্ত ১৫২টি লাশ ও ২৭৯ জন বেসামরিক লোককে উদ্ধার করেছি আমরা। উদ্ধার করা লাশগুলো বিমান হামলায় ধ্বংস হয়ে যাওয়া ভবনগুলোর সামনে স্তূপ করে রাখা হয়েছে বলে জানিয়েছিলেন তিনি। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা কট্টরপন্থি জঙ্গিদের ওপর হামলা চালাচ্ছে, চিকিৎসা কেন্দ্র ও অন্যান্য অবকাঠামো লক্ষ্য করে হামলা চালাচ্ছে না। অপরদিকে বিদ্রোহীদের দাবি, দেশের ওপর প্রেসিডেন্ট বাশার আল আসাদের নিয়ন্ত্রণ পুনঃপ্রতিষ্ঠার জন্য স্থানীয় পর্যায়ের যুদ্ধবিরতিতে রাজি হতে বিদ্রোহীদের ওপর চাপ সৃষ্টি করতেই এসব হামলা চালানো হচ্ছে। রয়টার্স।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ