দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ভিয়েতনামে বন্যা ও ভূমিধসে প্রাণহানি বেড়ে ৭৫ জনে পৌঁছেছে। দেশটির উত্তর ও কেন্দ্রীয় অঞ্চল থেকে সপ্তাহজুড়ে পাওয়া সবশেষ তথ্যে এ সংখ্যা জানা গেছে। প্রবল বর্ষণে সৃষ্ট এ প্রাকৃতিক দুর্যোগে অন্তত ২৮ জন নিখোঁজ রয়েছেন, আহত হয়েছেন ৩৮ জন। ভিয়েতনামের জাতীয় দুর্যোগ প্রশমন ও নিয়ন্ত্রণ কেন্দ্রের কমিটি জানিয়েছে, নিহত ৭৫ জনের মধ্যে ২৪ জন উত্তরাঞ্চলীয় প্রদেশ হোয়া বিনের, ১৭ জন ইয়েন বাই প্রদেশের, ১৬ জন কেন্দ্রীয় নাঘি আন প্রদেশের, ছয়জন উত্তরাঞ্চলীয় সন লা প্রদেশের, দুইজন রাজধানীর হ্যানয়ের এবং একজন কেন্দ্রীয় কুয়াং ত্রি প্রদেশের। এদিকে বন্যা ও ভূমিধসে বিভিন্ন প্রদেশের অন্তত ২৯ কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে যোগাযোগ ব্যবস্থার কিছুটা ব্যাঘাত ঘটতে পারে। রয়টার্স।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন