রোববার, ১৯ মে ২০২৪, ০৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ১০ জিলক্বদ ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

বোমাতঙ্কে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে তুলকালাম

প্রকাশের সময় : ১৮ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ব্যাংককের প্রধান বিমানবন্দরে গত বুধবার মধ্যরাতের দিকে এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইট থেকে যাত্রীদের জরুরিভিত্তিতে নামিয়ে আনা হয়েছে। ভুয়া বোমাতঙ্কের ঘটনায় তাদের নামিয়ে আনা হয় বলে থাই কর্তৃপক্ষ জানায়। দিল্লি থেকে ২৩১ জন যাত্রী বহনকারী ব্যাংককগামী এয়ার ইন্ডিয়ার ফ্লাইট ৩৩২ কে সূবর্ণভূমি বিমানবন্দরের পৃথক একটি জায়গায় পার্ক করার নির্দেশ দেয়া হয়। ওই বিমানে বিস্ফোরক রয়েছে এমন খবর পাওয়ার পর এটি করা হয়। গতকাল বৃহস্পতিবার থাইল্যান্ড বিমানবন্দরের (এওটি) এক বিবৃতিতে বলা হয়, ওই বিমানটি, বিমানে তোলা লাগেজ ও যাত্রীদের তল্লাশি করে সংশ্লিষ্ট সংস্থাসমূহ। কিন্তু সন্দেহ করার মতো কোনো বস্তু পাওয়া যায়নি। তখন জরুরি অভিযান বন্ধ করা হয়। বিবৃতিতে বলা হয়, যাত্রীদের জরুরি ভিত্তিতে সরিয়ে নেয়ার সময় ৪২ জন সামান্য আহত হয়। তাদের বিমানবন্দরে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। এতে আরো বলা হয়, এ ঘটনায় বুকে ব্যথাজনিত কারণে এক যাত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিমানবন্দর কর্মকর্তারা এ বোমাতঙ্কের ঘটনায় কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানান। ওই এয়ারলাইন্সের ওয়েবসাইটে বলা হয়, বিমানটি স্থানীয় সময় বিকেল ২টা ৫ মিনিটে দিল্লি ছেড়ে যায় এবং সন্ধ্যা ৭টা ১৩ মিনিটে সুবর্ণভূমি বিমানবন্দরে অবতরণ করে।  ব্যাংকক পোস্ট।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন