ইনকিলাব ডেস্ক : কাঁটাতার নয়, অরক্ষিত সীমান্তে এবার লেজার প্রাচীর দেয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারত। পাকিস্তানের সঙ্গে যে সব স্থানে কাঁটাতারের সীমান্ত প্রাচীর নেই, কিন্তু সন্ত্রাসপ্রবণ হিসেবে চিহ্নিত, সেসব স্থানে লেজার রশ্মির প্রাচীর নির্মাণ করবে ভারত। ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া অনলাইনের এক খবরে জানানো হয়েছে, শিগগিরই অরক্ষিত সীমান্তে লেজার রশ্মির প্রাচীর দেবে ভারত। পাঞ্জাবে নদীতীরঘেঁষা অরক্ষিত সীমান্ত এলাকায় লেজার রশ্মির প্রাচীর দিয়ে সন্ত্রাসীদের অনুপ্রবেশ রুখতে চায় ভারত। সীমান্তে লেজার প্রাচীর দেয়ার কাজ বাস্তবায়ন করবে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। লেজার প্রাচীর হবে এমন এক ধরনের কৌশল, যা দিয়ে লেজার উৎস ও ডিটেক্টরের যে কোনো বস্তুকে শনাক্ত করা যাবে। এ ছাড়া নদীর ওপর এক ধরনের ডিটেক্টর থাকবে, যা নির্দেশনা মতো আগ্নেয়াস্ত্র শনাক্ত করতে পারলে সঙ্গে সঙ্গে সাইরেন বেজে উঠবে। ইতিমধ্যে পাঁচ থেকে ছয়টি স্থানে লেজার প্রাচীর নির্মাণের কাজ শুরু হয়েছে। তবে এমন ৪০টি স্থানে এ ধরনের প্রাচীর নির্মাণ করা হবে। দ্য ডন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন