ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার পশ্চিমে একটি এলাকায় এক আতশবাজি কারখানায় বিস্ফোরণের পর আগুনে অন্তত ৪৭ জনের মৃত্যু হয়েছে। পুলিশ ও ফায়ার ব্রিগেডের বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, গতকাল বৃহস্পতিবারের এ ঘটনায় আরো অন্তত ৩৫ জন আহত হয়েছেন। টেলিভিশনে স¤প্রচারিত ছবিতে তানগেরাং এলাকার কারখানাটি থেকে ঘন ধোঁয়ার কুন্ডলী উঠতে দেখা গেছে। জাকার্তা পুলিশের বরাত দিয়ে বিবিসি বলেছে, বৃহস্পতিবার এ ঘটনায় আরও অন্তত ৪৩ জন আহত হয়েছে। তাদেরকে তিনটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ পর্যন্ত ২৩ জনের লাশ খুঁজে পাওয়া গেছে। এসবিএস নিউজ জানিয়েছে, সকাল ৯টার দিকে শিল্প এলাকার ওই আতশবাজি কারখানাটিতে আগুন লাগে। দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে এনেছেন বলে জানিয়েছে বিবিসি। তবে হতাহতের সংখ্যা এখনও সঠিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাস্থল থেকে দমকল কর্মী অনি সাহরোনি মেট্রো টিভিকে বলেছেন, যারা নিহত হয়েছেন তাদের আর শনাক্ত করা সম্ভব হচ্ছে না, তাদের দেহ পুরোপুরি পুড়ে গেছে। প্রত্যক্ষদর্শীরা সকালে দুটি বড় ধরনের বিস্ফোরণের শব্দ শুনেছেন বলে জানিয়েছেন। একটি সকাল ১০ টার দিকে এবং অপরটি এর তিনঘণ্টা পরে। দুটো বিস্ফোরণের শব্দই শোনা গেছে অনেক অনেক মাইল দূর থেকে। রয়টার্স, এসবিএসনিউজ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন