ইনকিলাব ডেস্ক : জাপান সাগরে একটি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া। যুক্তরাষ্ট্র ও দ. কোরিয়ার কর্মকর্তারা এ খবর জানিয়েছেন। তারা জানান, জাপান সাগরের পূর্ব উপকূল থেকে নিক্ষেপকৃত ক্ষেপণাস্ত্রটি প্রায় ৮০০ কিলোমিটার দূরে সাগরের পানিতে পতিত হয়। এ ব্যাপারে উ. কোরিয়া কোনো মন্তব্য করেনি। পরে মার্কিন প্রতিরক্ষা মুখপাত্র জানিয়েছেন, উ. কোরিয়া দ্বিতীয় ক্ষেপণাস্ত্র নিক্ষেপের প্রস্তুতি নিচ্ছে। সাম্প্রতিক পরমাণু অস্ত্র পরীক্ষা ও মহাকাশে কৃত্রিম উপগ্রহ পাঠানোর প্রতিবাদে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা উত্তর কোরিয়ার বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপের এক নির্দেশে সই করেছেন। নিষেধাজ্ঞা আরোপের একদিন পরেই ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ঘটনা ঘটালো উ. কোরিয়া। এর আগে ৬ জানুয়ারি পরমাণু অস্ত্র পরীক্ষা ও ৭ ফেব্রুয়ারি মহাকাশে কৃত্রিম উপগ্রহ পাঠিয়েছে উত্তর কোরিয়া। বিবিসি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন