সম্প্রতি যুক্তরাজ্যের সফরের সময় বিভিন্ন রাষ্ট্রের ‘অপশক্তি’সহ পলাতক যুদ্ধাপরাধীদের সঙ্গে গোপন বৈঠক করেছেন এমন অভিযোগে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলার আবেদন করেছেন বঙ্গবন্ধু ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মশিউর মালিক। আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকার মহানগর হাকিম আবদুল্লাহ আল মাসুদের আদালতে মামলার আবেদন করা হয়। তবে বিচারক মামলার বিষয়ে আদেশ পরে দেবেন বলে জানিয়েছেন।
এ অভিযোগে বলা হয়, সম্প্রতি যুক্তরাজ্য সফরের সময় বিভিন্ন রাষ্ট্রের ‘অপশক্তি’সহ পলাতক যুদ্ধাপরাধীদের সঙ্গে গোপন বৈঠক করেছেন খালেদা জিয়া। এসব বৈঠকে তিনি দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন