শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

যুক্তরাষ্ট্রে ১৭ বছরের মধ্যে বেকারত্বের হার সর্বনিম্ন

ইনকিলাব ডেস্ক: | প্রকাশের সময় : ৫ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম

যুক্তরাষ্ট্রে অক্টোবর মাসে বেকারত্বের হার ৪.১ শতাংশে দাঁড়িয়েছে যা গত ১৭ বছরের মধ্যে সর্বনি¤œ। শুক্রবার প্রকাশিত তথ্যে একথা বলা হয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, তার মানে এটিই প্রমাণিত তার নীতি সফল। শ্রম বিভাগের প্রধান মাসিক প্রতিবেদনে বলা হয়, গ্রীষ্মকালীন দুটি ঝড় অর্থনীতির ওপর বিরূপ প্রভাব ফেলার পর কর্মসংস্থান ফের বাড়তে শুরু করে। যদিও কর্মসংস্থানের এই হার কাক্সিক্ষত মাত্রার চেয়ে মন্থর। সার্বিক পর্যালোচনায় দেখা গেছে আগস্ট ও সেপ্টেম্বর মাসে আঘাত হানা ঝড় দুটিতে ক্ষয়ক্ষতির পরিমাণ আশঙ্কার চেয়ে অনেক কম হয়েছে। অক্টোবরে মার্কিন বেকারত্বের হার কমে ৪.১ শতাংশে দাঁড়িয়েছে যা ২০০০ সালের ডিসেম্বর মাস থেকে মার্কিন অর্থনীতিতে সবচেয়ে কম বেকারত্বের হার। এএফপি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন