শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

ওবামাকে লেখা চিঠির জবাব পেয়েছেন কিউবান নারী

প্রকাশের সময় : ২০ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামাকে কিউবার এক নারী তার বাড়িতে আসার আমন্ত্রণ জানিয়ে দেওয়া চিঠির জবাব পেয়েছেন। বিবিসি জানিয়েছে, দুই দেশের মধ্যে সরাসরি চিঠির যোগাযোগ স্থাপিত হওয়ার পর ওবামার পাঠানো এই চিঠি পেলেন কিউবান নারী। ইলিয়ানা ইয়ারযা নামের ৭৬ বছর বয়সী ওই নারী ফেব্রুয়ারি মাসে ওবামাকে হাভানায় তার বাড়িতে এক কাপ কিউবান কফি পানের আমন্ত্রণ জানিয়ে চিঠি পাঠান। ইয়ারযাকে ধন্যবাদ জানিয়ে প্রেসিডেন্ট ওবামার লেখা চিঠিটি বুধবার কিউবায় পাঠানো হয়েছে। এটি ৫০ বছরের মধ্যে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র থেকে সরাসরি কিউবায় পাঠানো চিঠিগুলোর একটি। ঠা-া লড়াইয়ের সময় দুই দেশের মধ্যে সরাসরি চিঠি যোগাযোগ বন্ধ করে দেয়া হয়েছিল। ঘুর পথে চিঠি পাঠানো সম্ভব ছিল। অর্থাৎ সাধারণত মেক্সিকো কিংবা কানাডা হয়ে চিঠি আদান-প্রদান করা যেতো। মার্চে ওবামার কিউবা ভ্রমণ করার কথা রয়েছে জানার পর ইয়ারযা ১৮ ফেব্রুয়ারি মার্কিন প্রেসিডেন্টকে চিঠিতে তার বাড়িতে কফিপানের আমন্ত্রণ জানান। চিঠিতে তিনি লিখেন, আমি আপনার সঙ্গে সামনাসামনি দেখা করতে যতটুকু আগ্রহী কিউবায় তেমন কাউকে পাওয়া যাবে না। ইয়ারযাকে তার সমর্থনের জন্য চিঠিতে ধন্যবাদ জানান ওবামা। বিবিসি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন