শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

হিটলারের মোমের ভাস্কর্য অপসারিত

আন্তর্জাতিক ডেস্ক : | প্রকাশের সময় : ১৩ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম


ইন্দোনেশিয়ার একটি জাদুঘর এডলফ হিটলারের একটি প্রমাণ আকারের মোমের ভাস্কর্য সংগ্রহশালা থেকে সরিয়ে ফেলেছে। দর্শনার্থীরা এর পাশে দাঁড়িয়ে ‘সেলফি’ তুলে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দিত। সামাজিক মাধ্যমগুলোতে প্রকাশ হওয়া কিছু ছবিতে দেখা যায়, আউশউইতজ কনসেনট্রেশন ক্যাম্পের সামনে দাঁড়ানো নাজি নেতার সঙ্গে দর্শনার্থীরা হাস্যোজ্জ্বল সেলফি তুলছেন। আন্তর্জাতিক স¤প্রদায়ের প্রবল বিক্ষোভে ডি আরকা স্ট্যাচু আর্ট মিউজিয়াম তাদের ভুল বুঝতে পারে। তবে জাভার জোকজার্তায় অবস্থিত জাদুঘরটির কর্তৃপক্ষ জানায়, তারা কেবলমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে এটি স্থাপন করেছিল। জাদুঘরের ব্যবস্থাপক জেমি মিসবাহ এএফপিকে বলেন, আমরা কোনো ধরনের বিক্ষোভের লক্ষ্য হতে চাই না। সামাজিক মাধ্যমে প্রচুর দর্শনার্থীকে হিটলারের ভাস্কর্যটির সঙ্গে ছবি তুলতে দেখা গেছে, এমনকি কমলা জামা পরে তাকে নাজি স্যালুট দিতেও দেখা গেছে কিছু তরুণকে। এএফপি।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন